MacBook এর জন্য Bijoy Classic, Bijoy Ekattor এবং Bijoy Unicode (ফ্রি)

Standard

প্রিয় ম্যাকবুক ব্যবহারকারীগণ, আমার মত আপনারাও যদি বাংলা নিয়ে সমস্যায় পড়েন তাহলে আপনার জন্য সহজ সমাধান নিয়ে এসেছি আজ।

বিজয় একাত্তর- আনন্দ মাল্টিমিডিয়ার একটি প্রোডাক্ট। এ প্যাকেজের সাথে তারা বিজয়ের ৩টি সংস্করণ যুক্ত করেছে। যেখান থেকে আপনি ইচ্ছে করলে ইউনিকোডেও লিখতে পারবেন।

এবার জেনে নিন এর কিছু বৈশিষ্ট এবং নিয়মাবলীঃ

 বিজয় একাত্তর

ম্যাকিন্টোস অপারেটিং সিস্টেমের জন্য

বিজয় একাত্তর ডাউনলোড করার পর zip ফাইলটি Extract করুন। Extract করার পর BijoyEkattorMac ফোল্ডার থেকে ‘How to Install’ ফাইলটি পড়ুন। এরপর নির্দেশনা অনুযায়ী বিজয় একাত্তর সফটওয়্যার ইনস্টল করুন। ইনস্টল করার পর এটি ব্যবহার করতে পাসওয়ার্ড লাগবে। কেবলমাত্র লাইসেন্সধারী হলেই পাসওয়ার্ড পাওয়া যায়। প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা লাইসেন্স লাগবে। বিজয় একাত্তর সফটওয়্যারের লাইসেন্স মূল্য মাত্র ৫০০০ টাকা।

এটি হচ্ছে তাদের ওয়েব পেজের বিজ্ঞাপণ যদি আপনি “আনন্দ কম্পিউটার্স, ১৮৮ মতিঝিল সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ” থেকে ৫০০০/- ব্যায় করে প্রোডাক্টটি কিনতে চান তাহলে।

আর যারা আমার মত উন্মুক্ত সফটওয়ারে বিশ্বাস করেন এবং ফ্রিতে পেতে চান তারা দেখুন কিভাবে কি করতে হবেঃ

  1. আনন্দ কম্পিউটার্স এর সাইট থেকে সরাসরি Zip ফাইলটি ডাউনলোড করুনঃ http://www.bijoyekushe.net/html/ekaMacDownload.html
  2. বিজয় একাত্তর ডাউনলোড করার পর zip ফাইলটি Extract করুন।
  3. Extract করার পর BijoyEkattorMac ফোল্ডারটি খুলুন, এখানে আপনি অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এবার আপনি সরাসরি AllFonts.pkg টি রান করান।
  4. আপনার ম্যাকবুকের পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করুন, সবশেষে ম্যাক রিস্টার্ট করুন।
  5. এবার যে কাজটি আপনাকে করতে হবে তা হল আপনার পকেটের ৫০০০ টাকা বাচানো।
  6. মোস্তফা জব্বার সাহেব এখানে একটু চালাকি করেছেন, আর তা হল একটা Foul, Bogus Authentication System বানিয়েছেন জাভা দিয়ে। যেটি মোটেও কাজের না, শুধুমাত্র চোখে ধুলা দেয়া। যত যাই হোকনা কেন উনার সিস্টেম আপনাকে কখনই পাসওয়ার্ড দিয়ে বিজয় ইন্সটল করাতে পারবে না। আপনার কাছে একটি লাইসেন্স বিক্রি করে ৫০০০/- হাতিয়ে নেবে। বিনিময়ে আপনাকে ফোন করে পাসওয়ার্ড জানার একটা ভুয়া এপ্লিকেশন দিবে। কিন্তু তারপরও কাজটা আপনাকে ম্যানুয়ালিই করতে হবে। যতসব পাসওয়ার্ড/অথেনটিকেশন! আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ পাসওয়ার্ড/অথেনটিকেশন! সিস্টেম ভুয়া। এটা দিয়ে কখনও আপনি কাজ সম্পন্ন করতে পারবেন না। এটা আপনাকে- Security error দিবে, সেটাও একটা চোখে ধুলা দেয়া। আপনাকে ওরা যতই পাসওয়ার্ড/অথেনটিকেশন নাম্বার দিবে সবই একই Error শো করবে।
  7. যাক, পরের কথায় আসি, মোস্তফা জব্বার সাহেবের এটা একটা ব্যবসা। তাই উনার ক্ষতি করতে চাইনা। কিন্তু যে ভুয়া পাসওয়ার্ড/অথেনটিকেশন সিস্টেমের চালু করেছেন তার প্রতিবাদ করি। এখন আপনাকে যা করতে হবে-
  8. আপনি নিশ্চয় খেয়াল করেছেন, Extract করা ফোল্ডারটির মধ্য থেকে আপনি নিছের ফাইলগুলো কপি করুনঃ
    1. Bijoy Classic.icns
    2. Bijoy Classic.keylayout
    3. Bijoy Ekattor.icns
    4. Bijoy Ekattor.keylayout
    5. Bijoy Unicode.icns
    6. Bijoy Unicode.keylayout
  9. এবার আপনি Library ফোল্ডারে যান, (এটি সাধারণত আপনার User Folder এ থাকে, না পেলে Search দিন)
  10. এখানে Input Methods নামের ফোল্ডারটি খুজে বের করুন এবং ফাইলগুলো Paste করুন
  11. এবার System Preference এ যান, Language & region এ যান (অথবা ম্যাকের উপরের দিকে ডানে US ফ্লাগ এ রাইট ক্লিক করে সবার নিছের অপশনটিতে ক্লিক করুন)
  12. এখন, বামদিকে আপনি বিভিন্ন ভাষার লেআউট/অপশন পাবেন, একটু স্ক্রল করে Bijoy Classic, Bijoy Ekattor এবং Bijoy Unicode তিনটি অপশন সিলেক্ট করে বেরিয়ে আসুন।
  13. এবার যেখানে আপনি বাংলা লিখতে চান সেখানে যান, উপরের ডানে US Flag এ আবার ক্লিক করুন, দেখুন Bijoy এর অপশন এসেছে, ব্যস, আরামসে টাইপ করুন।
  14. যাদের এটি করতে সমস্যা হয়, তারা যোগাযোগ করতে পারেন আমার ফেইসবুক পেজে অথবা ইমেইলে।

ফেইসবুক পেজে আসুন

ব্লগ পেজ

ইমেইল করুনঃ shimanto.eagle@gmail.com

২৩০০ মোবাইলের PC Suite + ফরেনসিক টুলস

Standard

শুভেচ্ছা সবাইকে, কেমন আছেন?

কথা না বাড়িয়ে আসুন চলে যাই সরাসরি আজকের প্রসঙ্গে।

MOBILedit! এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার মোবাইল-এর যত্তসব নাড়ি-নক্ষত্র উদগাঠন করতে সক্ষম হবেন।

এর ইউজার হচ্ছে এফবিআই, সিআইএ, ইউএস আর্মি ইত্যাদি সংস্থাসমূহ। এটি সাধারণত ফরেনসিক কাজে ব্যবহৃত হয়।

কিন্তু আপনি ইচ্ছে করলে এই সফটওয়্যারটিকে আপনার যেকোন মোবাইল-এর PC Suite হিসেবে ইউজ করতে পারেন।

আসুন এক নজরে দেখে নিই এর গুনাবলীসমূহঃ Read the rest of this entry

ইউটিউব ভিডিও কিভাবে আপলোড/ডাউনলোড করবেন? জেনে রাখা ভাল-

Standard

এখানে একটি কথা আগে থেকেই বলে রাখি, আপনি যদি আপনার কোন ভিডিও ইউটিউব এ আপলোড করতে চান তবে অবশ্যই আপনার ইউটিউব এ এ্যাকাউন্ট থাকা লাগবে। বাকি রইল আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন?
১. যদি আপনার এ্যাকাউন্ট না থাকে আপনি সরাসরি ইউটিউব এ গিয়ে সাইন আপ অপশন খুজে বের করুন, এটি সাধারনত পেজের উপরের দিকে থাকে। এরপর ধারাবাহিক ভাবে নাম, পাসওয়ার্ড সহ বাকি ইনফরমেশনগুলো পুরন করে সাইনআপ এর কাজ শেষ করুন।
২. আপনার যদি জিমেইল এ এ্যাকাউন্ট থাকে তবে আপনি নতুন করে সাইন আপ করার প্রয়োজন নেই। আপনি আপনার জিমেইল দিয়েও ইউটিউবে লগইন করতে পারবেন। এক্ষেত্রে ইউটিউবে গিয়ে সাইন ইন/লগ ইন এ ক্লিক করলে বাকি কাজ অনায়াসে বুঝতে পারবেন।

Read the rest of this entry

টেলিকমিউনিকেশনঃ প্রসঙ্গ বাংলাদেশ

Standard

প্রিয় পাঠক, টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করছি। কাজ করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, চেষ্ঠা করব ধারাবাহিকভাবে আপনাদের জানাতে।
যদিও কখনো প্রয়োজনে লেগে যেতেও পারে…

টেলিকম খাতটি বাংলাদেশে খুবই দ্রুত অগ্রসর হয়, চমৎকার তথ্য হল এর পূর্বে বা পরে এ পর্যন্ত কোন খাত বা বিষয় এতটা দ্রুতগামী হতে পারেনি (যদিও বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা টেলিকম খাতেরই মত ছিল)
যাই হোক, মূল আলোচনায় আসি-

বাংলাদেশে টেলিকম খাত নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) , লাইসেন্স, পলিসি, অধীক্ষা ইত্যাদি এই সংস্থা নিয়ন্ত্রণ করে।

এবার জেনে নিই এর ইতিহাস-
* টেলিকম শিল্পে বাংলাদেশ ইতিহাসে দর্শনীয়
* এর যাত্রা শুরু হয় ১৮৫৩ সালে, এর পর- Read the rest of this entry

Lock Any Folder without any passwrord

Standard

 Make a folder in any drive with name NewFolder
Now, Create two bat files using Notepad: one for locking and other for unlocking in the same drive.

Open notepad and paste this code and save it with name lock.bat
ren  NewFolder .{0000031D-0000-0000-C000-000000000046}
Again Open notepad and paste this code and save it with name unlock.bat
ren  NewFolder .{0000031D-0000-0000-C000-000000000046} NewFolder
both these files must be outside the folder NewFolder in the same drive.
Run lock.bat for locking and run unlock.bat for unlocking your folder.
TEST
After Running the lock.bat try to open the folder NewFolder but you would not be able to open it. Now Run the unlock.bat and now try to open the folder NewFolder, this time you can access this folder.
Note:- You may change the name lock and unlock so that no one will identify these.

Windows 8 Tricks, Tips and Shortcuts

Standard

Windows 8 Consumer Preview cracked 1 million downloads shortly after launching last Wednesday and I’m sure many of you have tried it already. Whether you went with a dual-boot, upgrade, clean install or virtual machine, if you’re coming from Windows 7 you’ll notice significant changes immediately, while others may not be as obvious.

Inevitably, with change comes good and bad — at least until you learn some tricks that get you back up to speed. I know I’ve been hitting my head against the wall when things don’t behave the way they used to. The Start menu’s absence is a perfect example of a radical change. Indeed, the duality of the OS may bring some trouble, but as skeptical as I was, I must admit Microsoft has done a pretty good job of easing many of my concerns.

Metro is undoubtedly very touch-oriented and perhaps a beginner’s dream come true. For experienced users, it seems like Windows 8 still holds some promise. The devil is in the details, they say, so besides experimenting with a clean install I tried the upgrade option to see how well it worked. Going from a year-old Windows 7 install to the Consumer Preview was as seamless as you could ask for.

Tech Tips for the Basic Computer User

Standard

I’m sure the basics could fill a book, but here are a few to get you started. All of these are things that certain friends, family or coworkers, over the years, did *not* know. Clip, save and pass along to…well, you know who they are.

* You can double-click a word to highlight it in any document, e-mail or Web page.

* When you get an e-mail message from eBay or your bank, claiming that you have an account problem or a question from a buyer, it’s probably a “phishing scam” intended to trick you into typing your password. Don’t click the link in the message. If in doubt, go into your browser and type “www.ebay.com” (or whatever) manually.

* Nobody, but nobody, is going to give you half of $80 million to help them liberate the funds of a deceased millionaire…from Nigeria or anywhere else.

* You can hide all windows, revealing only what’s on the computer desktop, with one keystroke: hit the Windows key and “D” simultaneously in Windows, or press F11 on Macs (on recent Mac laptops, Command+F3; Command is the key with the cloverleaf logo). That’s great when you want examine or delete something you’ve just downloaded to the desktop, for example. Press the keystroke again to return to what you were doing.

* You can enlarge the text on any Web page. In Windows, press Ctrl and the plus or minus keys (for bigger or smaller fonts); on the Mac, it’s the Command key and plus or minus. Read the rest of this entry

25 Tech Tips and Tricks

Standard

There’s no core curriculum for technology. Nobody teaches you the basics. You just pick stuff up as you go along.

As a result, everybody, even experts, winds up with knowledge holes—things everybody thinks everybody else knows about the basics of consumer electronics.

When I started writing down the ones I figured everybody should know, my column was twice as long as it’s supposed to be. But hey—on the Web, nobody can hear you exceed your word count. I lopped out half of them and saved them for this post.

Screenshots

*Especially if you’re a beginner (or an expert), it’s frequently useful to capture the image of what’s on the screen — an error message or diagram, for example.

*In Windows, PrintScreen key copies the whole screen image, as a graphic, onto your invisible Clipboard, so you can paste into an e-mail message or any other program (“This is what I’m seeing! What do I do now?!”). If you add the Alt key, you copy only the front window.

*On the Mac, press Command-Shift-3. (Command is the key with the propeller on it, next to the Space bar.) You hear a snapshot sound, and you get a graphics file on your desktop—a picture of the entire screen image. Read the rest of this entry