Category Archives: Web & Blog

ইউটিউব ভিডিও কিভাবে আপলোড/ডাউনলোড করবেন? জেনে রাখা ভাল-

Standard

এখানে একটি কথা আগে থেকেই বলে রাখি, আপনি যদি আপনার কোন ভিডিও ইউটিউব এ আপলোড করতে চান তবে অবশ্যই আপনার ইউটিউব এ এ্যাকাউন্ট থাকা লাগবে। বাকি রইল আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন?
১. যদি আপনার এ্যাকাউন্ট না থাকে আপনি সরাসরি ইউটিউব এ গিয়ে সাইন আপ অপশন খুজে বের করুন, এটি সাধারনত পেজের উপরের দিকে থাকে। এরপর ধারাবাহিক ভাবে নাম, পাসওয়ার্ড সহ বাকি ইনফরমেশনগুলো পুরন করে সাইনআপ এর কাজ শেষ করুন।
২. আপনার যদি জিমেইল এ এ্যাকাউন্ট থাকে তবে আপনি নতুন করে সাইন আপ করার প্রয়োজন নেই। আপনি আপনার জিমেইল দিয়েও ইউটিউবে লগইন করতে পারবেন। এক্ষেত্রে ইউটিউবে গিয়ে সাইন ইন/লগ ইন এ ক্লিক করলে বাকি কাজ অনায়াসে বুঝতে পারবেন।

Read the rest of this entry